বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Rachana Banerjee: ‌জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিরক্তি প্রকাশ সাংসদ রচনার

Rajat Bose | ২৯ জুলাই ২০২৪ ১৬ : ৩৯Rajat Bose


মিল্টন সেন, হুগলি,২৯ জুলাই: জেলা ছাড়াও অন্যান্য জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে! চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে! সোমবার হুগলির জেলাশাসকের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা ব্যানার্জি। সম্প্রতি হুগলি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে এক দিনে সিজার হওয়ার পরেই পাঁচ প্রসূতির অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে। চার প্রসূতিকে স্থানান্তর করা হয় কলকাতার হাসপাতালে। পরে আর জি কর হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয়। ঘটনায় জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ টিম আসে জেলা হাসপাতালে। ঘটনার যাবতীয় কারণ খতিয়ে দেখে রিপোর্ট দাখিল করেন স্বাস্থ্য ভবনে। এদিন তাঁর সাংসদ এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে হুগলি জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন সাংসদ রচনা ব্যানার্জি। তাঁর সংসদ এলাকায় কি কি কাজ করার আছে তা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়ে জানান। জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌এটা একটা বড় ব্যাপার, এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার রয়েছে। হুগলি জেলার চুঁচুড়া পাণ্ডুয়া সর্বত্রই। এমনকি অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা চরম পর্যায় খারাপ হয়ে গেছে। শুধু স্বাস্থ্য ব্যবস্থা বা পরিকাঠামো নয়, স্যানেটাইজেশানটাও খুবই গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। রোগীদের যাতে ভাল পরিষেবা দেওয়া যায় সেটা একটা বড় বিষয়। আমি সবেমাত্র এসেছি। কিছুই যে হয়নি, এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না। আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেন মনে হচ্ছে পৃথিবী জয় করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে। আমি খুব তাড়াতাড়ি সব হাসপাতালগুলো ভিজিট করব। এর আগে আমি ধনিয়াখালি হাসপাতালে গিয়েছিলাম। প্রত্যেকটা বড় হাসপাতালে আমি যাব। গিয়ে দেখব সেখানে কি অবস্থায় আছে। কেন হচ্ছে না, কি হচ্ছে না, আমি সব ব্যবস্থা করব।’‌



 হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘‌পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ হবে। এমনি হুট করে হকার উচ্ছেদ করা হবে না। আমার মনে হয় চুঁচুড়ার বিধায়কের উচিত দিদির সঙ্গে কথা বলা। হকার উচ্ছেদের কথা দিদি বলেননি। তিনি বলেছেন তাদের যাতে অন্য জায়গা দেওয়া হয়। যাতে সাধারণ মানুষ পথ চলতে পারে। যানবাহনের পাশ দিয়ে মানুষকে যেতে না হয়। রাস্তা দিয়ে গাড়ি চলবে ফুটপাত দিয়ে মানুষ চলবে। যারা ফুটপাতে দোকান করেছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা। সেটা শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের জন্যই হবে।’‌ 


রচনা আরও জানান, হুগলির জন্য কোন বিষয়গুলো সংসদে তোলা যায়, এটা নিয়ে এদিন মূলত আলোচনা হয়েছে। বলাগড়ের ভাঙন প্রসঙ্গে সংসদে বলবেন বলে জানিয়েছেন রচনা। তিনি বলেছেন, চুঁচুড়া শহরে ইনডোর স্টেডিয়াম আছে, সেটা মাথায় রেখে সোলার প্যানেল বসানো হবে। এছাড়া অন্য খেলার মাঠগুলো রয়েছে সেখানে স্টেডিয়ামের ব্যবস্থা নিয়ে কথাবার্তা হয়েছে। মিটিং করে আলোচনা করে কাজ শুরু করতে হবে বলে জানান রচনা। 


#Aajkaalonline #Rachanabanerjee#Hooghlymp

নানান খবর

নানান খবর

চলতে চলতেই হাতের কাছে পাওয়া যাবে বই, ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস তৈরিতে অভিনব উদ্যোগ

রাজ্যে নতুন উৎপাদন কেন্দ্র তৈরির ভাবনা বিড়লা-নু-র

মমতা ব্যানার্জি আছেন, তাই বাংলা বেঁচে আছে, সংগঠনের সদস্যদের বার্তা মন্ত্রী মানস ভুঁইয়ার

উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কামরায় কালো ধোঁয়া, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

২৪ এপ্রিল শিলিগুড়িতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড 

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া